ABP Ananda LIVE: কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষের বিরুদ্ধে এবার ক্ষোভ উগরে দিলেন তৃণমূল কাউন্সিলরদেরই একাংশ। কারও সঙ্গে আলোচনা না করে একনায়কতন্ত্র চালানোর অভিযোগ উঠল। বিক্ষুব্ধদের দাবি এ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কেও চিঠি দিয়েছেন তারা। যদি এ নিয়ে কোনও মন্তব্য করতে নারাজ রবীন্দ্রনাথ ঘোষ। তাঁর এক অনুগামী কাউন্সিলর অবশ্য বিক্ষুব্ধদের তোলা সব অভিযোগ অস্বীকার করেছেন।